রাজনীতি
মতিঝিলে শ্রমিক দলের গণসংযোগ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৫:৩২ অপরাহ্ন

বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। ‘ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ শিরোনামে আজ মঙ্গলবার দুপুরে এই লিফলেট বিতরণ করা হয়।
শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মতিঝিল, দিলকুশায় বিএনপি ঘোষিত "দেশ বাঁচাও - মানুষ বাঁচাও" লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যানের মধ্যে শ্রমিক দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, যুব সম্পাদক খোরশেদ আলম, সহ প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি খন্দকার জুলফিকার মতিন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ বাদল, কৃষি ব্যাংকের মিরাজ হোসেন, বিআইডব্লিউটিসির মো. আলাউদ্দিনসহ বিপুলসংখ্যক শ্রমিক দল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।