অনলাইন
নওগাঁ-২ আসন
নৌকার প্রার্থী শহিদুজ্জামান বিজয়ী
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. শহিদুজ্জামান সরকার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
সোমববার রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মাওলা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়েছেন শহিদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪৪ হাজার ৫৬০টি।
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মো. মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।
পাঠকের মতামত
আঙ্গুর ফল টক!
Ah. ki nirbachon......