ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

মাদক ব্যবসায়ীর হামলায় কনস্টেবল আহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

(১ বছর আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ১২:০২ অপরাহ্ন

mzamin

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানের সময় হামলায় শাহরিয়ার জনি (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ সময় রনি মিয়া ও সজীব মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন ও ১০৬ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় পৌর শহরের শিলাসী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেনÑ পৌর শহরের শিলাসী রেলপাড় এলাকার আবুল কাশেম ভেন্ডারের ছেলে রনি মিয়া ও উপজেলার ঘাগড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে সজিব।

তিনি বলেন, রনি ও সজিব চিহ্নিত মাদক ব্যবসায়ী। সম্প্রতি রনি মাদক মামলায় জেল খেটে এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে রনির বাসায় মাদক আছে বলে জানতে পারে পুলিশ। এমন সংবাদ পেয়ে সন্ধ্যার দিকে এএসআই আবু তাহেরের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের শিলাসী রেলপাড় এলাকার মাদক ব্যবসায়ী রনির বাড়িতে অভিযান চালায়।

পুলিশ দরজায় টোকা দিলে সজিব দরজা খুললেই রনি রামদা দিয়ে পুলিশ কনস্টেবল শাহরিয়ার জনিকে কোপ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় জনির আঙুলের উপরে কেটে যায়। পরে রনি ও সজিব পালিয়ে যেতে চাইলে পুলিশের অন্য সদস্যরা তাদের গ্রেফতার করে।
ওসি ফারুক আহমেদ আরও বলেন, আহত পুলিশ সদস্য শাহরিয়ার জনির আঙুলে চারটি সেলাই দিতে হয়েছে।

বিজ্ঞাপন
গ্রেফতারদের নামে মাদক আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status