ঢাকা, ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বিসিবি’র কাছে এখন মাহমুদউল্লাহ ‘অটোমেটিক চয়েস’

স্পোর্টস রিপোর্টার
১ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারmzamin

২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে মুশফিকুর রহীম ও তামিম ইকবাল টি-টোয়েন্টি  থেকে অবসর নিলেও মাহমুদউল্লাহ বিদায় বলেননি। টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন তিনি খেলছেন শুধু সাদা বলের ক্রিকেটই। যদিও গত দেড় বছরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে তার জন্য জায়গাই খুঁজে পাননি নির্বাচকেরা। কারণ হিসেবে বিভিন্ন সময় মাহমুদউল্লাহর ফর্ম, ফিটনেস, টিম কম্বিনেশন- এসবকেই সামনে এনেছেন তারা।
কিন্তু এবারের বিপিএলে ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ ব্যাট হাতে এমন দুর্দান্ত খেলে যাচ্ছেন যে আগামী জুনে অনুষ্ঠেয় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তার স্থান নিশ্চিতই। গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে এক সভার পর ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমে বলেন, ‘কী বলবো! রিয়াদের (মাহমুদউল্লাহর) ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইক রেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে অটোমেটিক্যালি চলে আসে। আর এখন তো প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, অটোমেটিক চয়েস।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছেন ২০২২ সালে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে। এর আগের বছর আমিরাতেই অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে করেন ১৬৯ রান, স্ট্রাইক রেট ১২০.৭১। স্ট্রাইক রেট বিবেচনায় সে বিশ্বকাপে মাহমুদউল্লাহই ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা।

ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলেও মাহমুদউল্লাহ দুর্দান্ত খেলছেন। সর্বশেষ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জেতা ম্যাচে ২৪ বলে করেন অপরাজিত ৫১ রান। পাঁচ ম্যাচের দুটিতে অপরাজিত থেকে রান করেছেন ১০৪, স্ট্রাইক রেট ১৬৫.০৭।

মাহমুদউল্লাহর এই পারফরম্যান্স দেখে জালাল ইউনুস এতটাই মুগ্ধ যে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে তার সুযোগ না পাওয়ার কোনো কারণই দেখছেন না। তিনি বলেন, ‘এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিত। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই।’

এ ক্ষেত্রে মাহমুদউল্লাহর বয়সটাকেও কোনো বাধা মনে করছেন না জালার ইউনুস। তিনি বলেন, ‘বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছে। কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, সে খেলা চালিয়ে যেতে পারে। যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে অসুবিধা নেই। সে পারফর্ম করছে। বোলিং, ফিল্ডিংয়ে তৎপর। তাহলে কেন নয়?’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status