ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

প্রথম বিভাগ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি মঈনুলের

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, রবিবার
mzamin

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগে গতকাল ব্যাট হাতে বিস্ফোরক ডাবল সেঞ্চুরি করেন লালমাটিয়া ক্লাবের মঈনুল হোসেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে উত্তরা ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করে মঈনুলের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩১৯ রান করে লালমাটিয়া। কুয়াশার কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় ৫০ ওভারের ম্যাচটা কমানো হয় ১ ওভার। এর মধ্যে ১৬ ছক্কার সঙ্গে ১৬ চারে মঈনুল করেন ১৩৪ বলে ২০১ রান। এদিন ৪৭তম বলে ফিফটি স্পর্শ করেন মঈনুল। তখন পর্যন্ত ৩টি ছক্কা ও ৬টি চার ছিল তার নামের পাশে। অর্থাৎ বাউন্ডারিতেই আসে ৪২ রান। এরপর সেঞ্চুরিতে পৌঁছাতে তার লাগে মাত্র ২৩ বল। এ পথে আরও ৫টি ছক্কা ও ৫টি চার মারেন মঈনুল। সেঞ্চুরি পূর্ণ করেন ৭০ বলে। আর ডাবল সেঞ্চুরি পেতে খেলেন ১৩৩ বল। দ্বিতীয় সেঞ্চুরিটা আসে ৬৩ বলে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বিকেএসপির এই ৪ নম্বর মাঠেই প্রথম বিভাগ ক্রিকেট লীগে দ্বিশতক করেন অগ্রণী ব্যাংকের ওপেনার আজমীর আহমেদ। উদয়াচলের বিপক্ষে তার ১৬৮ বলে ২২২ রানের ইনিংসেও ছিল ১৬টি করে চার ও ছক্কা। প্রথম বিভাগে তো নয়ই, ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশে আজমীরের আগে কারও ডাবল সেঞ্চুরি আছে কিনা সেটা নিশ্চিত নয়। ২০১৯ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীর হয়ে শেখ জামালের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন সৌম্য সরকার। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম দ্বিশতক। সৌম্যর ১৫৩ বলে ২০৮ রানের ইনিংসে ছিল ১৬টি ছক্কা ও ১৪টি চার।

 

খেলা থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status