ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

মেসি-সুয়ারেজদের নিয়েও হোঁচট ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২০ জানুয়ারি ২০২৪, শনিবার, ৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

লিওনেল মেসিকে ভিড়িয়ে লাইমলাইটে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন সুপারস্টারের পর মেজর লীগ সকারের (এমএলএস) দলটিতে যোগ দেন সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। তারকায় ঠাসা মায়ামির নতুন সদস্য লুইস সুয়ারেজ। ‘পিঙ্ক লেড’দের হয়ে অভিষেকও হয়ে গিয়েছে উরুগুইয়ান ফরোয়ার্ডের। তবে আক্রমণভাগে পুরনো বন্ধু লিওনেল মেসির সঙ্গী হয়েও ইন্টার মায়ামিকে জেতাতে পারেননি সুয়ারেজ। শুক্রবার রাতে কাসকাটলান স্টেডিয়ামে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করে ইন্টার মায়ামি।

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেন লুইস সুয়ারেজ। ন্যু-ক্যাম্পে সতীর্থ হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসি, সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবাকে। ইন্টার মায়ামিতেও এই তিনজনকে পেলেন উরুগুইয়ান ফরোয়ার্ড। শুক্রবার রাতে এল সাদরের বিপক্ষে বার্সেলোনার সাবেক এই চার খেলোয়াড়কেই নামান ইন্টার মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনো। এই আর্জেন্টাইন কোচও এক সময় বার্সেলোনার দায়িত্বে ছিলেন। তারকায় ঠাসা দল নিয়েও এল সালভাদরের মাঠে একচেটিয়া আধিপত্য দেখাতে পারেনি ইন্টার মায়ামি। ৬৭ শতাংশ বল দখলে রাখলেও গোলবারের উদ্দেশ্যে মাত্র ৬টি শট নিতে সমর্থ্য হন মেসি-সুয়ারেজরা। বিপরীতে মাত্র ৩৩ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নেয় এল সালভাদর।

প্রাক-মৌসুমের ম্যাচে জয়বঞ্চিত হওয়ায় চিন্তিত নন ইন্টার মায়ামির লিওনার্দো কাম্পানা। দ্বিতীয়ার্ধে সুয়ারেজের বদলি হিসেবে নামা এই ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড বলেন, ‘এই সপ্তাহে আমরা ফিটনেস ট্রেনিং করেছি। আমাদের এখন শান্ত থাকতে হবে। এই দুর্দান্ত দলের সবাইকে একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।’

কাম্পানা বলেন, ‘খেলায় ফিরতে পেরে এবং সতীর্থদের সঙ্গে পুনরায় দেখা করতে পেরে আমি আনন্দিত। আমরা পরিবারের মতো। (নতুন মৌসুমে) আমরা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে রয়েছি।’
মেসি-সুয়ারেজদের আগে ইন্টার মায়ামির অন্যতম প্রধান ফরোয়ার্ড ছিলেন লিওনার্দো কাম্পানা। তারকা খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একাদশে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ জানেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড। কাম্পানা বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের চাপে রেখেছি। আমরা জানি যে, আমরা তারকা খেলোয়াড়দের সঙ্গে খেলছি। তারা ভালো ফুটবলারের থেকেও বেশি, দুর্দান্ত খেলোয়াড় তারা। অনাগত দিনের জন্য আমরা প্রস্তুত।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status