বাংলারজমিন
পার্বতীপুরে ট্রেনের সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা, কিশোরের মৃত্যু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবারদিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা অন্য ট্রেন থামিয়ে ওই খুঁটি অপসারণের দাবি জানান। দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে বন্ধ হয়ে যাওয়া মনমথপুর রেলস্টেশন প্রবেশকালে ট্রেনের যাত্রী হোম সিগন্যালের খুঁটির সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে এক অজ্ঞাতনামা (১৪) কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা রেললাইনের উপরে লাল কাপড় টানিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। প্রায় দুই ঘণ্টা পর দিনাজপুর থেকে ছেড়ে আসা আান্তঃনগর বাংলাবান্ধা ট্রেনটি থামায়। উত্তেজিত জনতা ট্রেন থামিয়ে সিগন্যালের ওই খুঁটি অপসারণের দাবি জানান। এ অবস্থায় ট্রেনের রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলাকার ইউপি মেম্বার আবুল হোসেনের খুঁটি অপসারণের আশ্বাসের প্রেক্ষিতে উত্তেজিত জনতা বেরিকেড তুলে নিলে আধা ঘণ্টা পর ট্রেনটি পার্বতীপুরে চলে যায়। একই কারণে ইতিপূর্বে আরও দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল বলে এলাকাবাসী জানান। গেটম্যানের জন্য রুম থাকলেও সেখানে কোনো গেটম্যান থাকে না। এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানার ওসি এরশাদ জানান, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।