বাংলারজমিন
এবার বরিশালে তিন কন্যার নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
২৪ জুন ২০২২, শুক্রবার
নারায়ণগঞ্জের পর এবার বরিশালে এক মায়ের গর্ভে জন্ম নেয়া তিন সন্তানের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু। নগরীর বেসরকারি হাসপাতালে গতকাল একসঙ্গে ওই তিন কন্যাসন্তানের জন্ম দেন নুরুন্নাহার নামের এক গৃহবধূ। নবজাতকদের বাবা তার কন্যাদের এই নাম রেখেছেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল ৭টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দির বাসিন্দা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক বাবু শিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (২২) এর প্রসব ব্যথা ওঠে। প্রসূতিকে ডা. মোখলেছুর রহমান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে এই তিন নবজাতককের জন্ম হয়। চিকিৎসক মুন্সী মুবিনুল হক বলেন, তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। সদ্য ভূমিষ্ঠ শিশুদের মধ্যে দু’জনের ওজন দেড় কেজি করে এবং একজনের ১ কেজি ৪শ’ গ্রাম। আশা করি তারা সবাই যথা সময়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে। নবজাতকদের বাবা বাবু শিকদার বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি মাত্র দু’দিন।