ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

এবার বরিশালে তিন কন্যার নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
২৪ জুন ২০২২, শুক্রবারmzamin

নারায়ণগঞ্জের পর এবার বরিশালে এক মায়ের গর্ভে জন্ম নেয়া তিন সন্তানের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু। নগরীর বেসরকারি হাসপাতালে গতকাল একসঙ্গে ওই তিন কন্যাসন্তানের জন্ম দেন নুরুন্নাহার নামের এক গৃহবধূ। নবজাতকদের বাবা তার কন্যাদের এই নাম রেখেছেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল ৭টায়  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দির বাসিন্দা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক বাবু শিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (২২) এর প্রসব ব্যথা ওঠে। প্রসূতিকে ডা. মোখলেছুর রহমান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে এই তিন নবজাতককের জন্ম হয়। চিকিৎসক মুন্সী মুবিনুল হক বলেন, তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। সদ্য ভূমিষ্ঠ শিশুদের মধ্যে দু’জনের ওজন দেড় কেজি করে এবং একজনের ১ কেজি ৪শ’ গ্রাম। আশা করি তারা সবাই যথা সময়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে। নবজাতকদের বাবা বাবু শিকদার বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি মাত্র দু’দিন।

বিজ্ঞাপন
এর আগে আমার তিন কন্যা ভূমিষ্ঠ হয়েছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। তিন কন্যার মতোই পদ্মা সেতু আমাদের গর্বের। এ জন্য তিন নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর যারাই দেখতে এসেছেন তারাই সন্তানদের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে রাখতে পরামর্শ দিয়েছেন। এ জন্য তাদের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা ও সেতু।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status