বাংলারজমিন
কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
১১ মে ২০২৫, রবিবার
কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোডস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান। তিনি জানান, সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ই আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল আহমদ বাহাদুর জাতীয় সংসদের সাবেক সদস্য (এমএনএ-মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রখ্যাত আইনবিদ প্রয়াত নুর আহমদের জ্যেষ্ঠ পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।