বাংলারজমিন
মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১১ মে ২০২৫, রবিবার
মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলাল ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুদ চৌধুরীর ওপর শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি’র সদস্য মোশাররফ হোসেন বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান, মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, আবুল কালাম বেলাল, বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ, আব্দুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবির, যুবনেতা এম এ নিশাত, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার ভেতর সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার পুলিশ প্রশাসনের নিকট আহ্বান জানান। এদিকে, জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবার্তায় এই হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। উল্লেখ্য, শুক্রবার রাত প্রায় ১১টার দিকে মৌলভীবাজার শহরে দুর্বৃত্তরা মুহিতুর রহমান হেলাল ও তাজুদ চৌধুরীর ওপর হামলা করে।