ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৬২ ভারতীয়কে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
১১ মে ২০২৫, রবিবার

সুন্দরবনের নদীপথ ব্যবহার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন (ঠেলে প্রবেশ করানো) করেছে। শুক্রবার (৯ই মে) বিকাল ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম। তিনি জানান, মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির সদস্যরা বনাঞ্চলে অনুপ্রবেশকারী ৬০-৬২ জন ভারতীয় নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তাদের ভাষ্যমতে, বিএসএফ জোরপূর্বক সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠিয়েছে।
তিনি আরও জানান, বিজিবি ও কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, কোস্ট গার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা গেছে, তারা বনবিভাগের মাধ্যমে অনুপ্রবেশকারীদের বিষয়ে তথ্য পেয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তে এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘনের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা প্রয়োজন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status