ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

দেবিদ্বারে সাব্বির হত্যা মামলার আসামি সিরাজ চেয়ারম্যান গ্রেপ্তার

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
১১ মে ২০২৫, রবিবার
mzamin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকার (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি। সিরাজুল উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল মালেক সরকারের ছেলে ও ৭ নম্বর এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং এলাহাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি সাব্বির হত্যা মামলার ৪৯তম এজাহারভুক্ত আসামি। নিহত সাব্বির দেবিদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে ও পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, গত বছরের ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাউকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ মাস ৮ দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পরদিন ১৪ই আগস্ট সকাল ৯টায় সাব্বির মারা যায়। গত ৮ই সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নেতা সিরাজুল।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকারকে তার নিজ গ্রাম মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে সাব্বির হত্যা মামলার ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status