বাংলারজমিন
এমবিবিএস ডাক্তারের বিএমডিসি’র রেজিস্ট্রেশন জালিয়াতি করে চিকিৎসার অভিযোগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
১১ মে ২০২৫, রবিবার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এমবিবিএস ডাক্তার রাহুল দেব বাবলার বিরুদ্ধে বিএমডিসি’র রেজিস্ট্রেশন জালিয়াতি করে চিকিৎসার অভিযোগ উঠেছে। তিনি দীর্ঘদিন কোটালীপাড়া লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হৃদরোগ ও মেডিসিন বিষয়ক চিকিৎসক হিসেবে রোগী দেখে আসছেন। কোটালীপাড়া লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের গেটের সামনে বড় অক্ষরে লেখা রয়েছে ডা. এস রাহুল দেব বাবলা, এমবিবিএস, মেডিকেল অফিসার, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা, বিএমডিসি রেজি. নং এ-১৩১৬৯৭। অনুসন্ধান করে জানা গেছে, বিএমডিসি’র ওই রেজিস্ট্র্রেশন নম্বরটি ফারহানা আফরিন জ্যোতি নামে একজন ডাক্তারের। বিষয়টি জানাজানি হলে এলাকায় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন জলপনা শুরু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বান্দল গ্রামের বসুদেব শীলের ছেলে এস রাহুল দেব বাবলা, খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কয়েক মাস আগে এমবিবিএস পাস করে। তিনি বর্তমানে কোটালীপাড়া লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারসহ বিভিন্ন ক্লিনিকে হৃদরোগ ও মেডিসিন বিষয়ক ডাক্তার হিসেবে রোগী দেখে আসছেন। এ ব্যাপারে ডাক্তার রাহুল দেব বাবলার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি এমবিবিএস পাস করেছি, চিকিৎসা করার অধিকার আমার আছে, বিএম অ্যান্ড ডিসি-এ-১৩১৬৯৭ রেজিস্ট্রেশন নম্বরটি আমাকে দিয়েছে, ওটা যে অন্য ডাক্তারের রেজিস্ট্র্রেশন নম্বর তা আমার জানা ছিল না। আমি জানার পর নতুন করে বিএম ডিসিতে আবেদন করেছি, অল্প দিনের মধ্যেই সঠিক রেজিস্ট্রেশন পেয়ে যাবো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে আমি ওই ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তার বিএম অ্যান্ড ডিসি’র রেজিস্ট্র্রেশন নম্বরটি ফারহানা আফরিন জ্যোতি নামে একজন ডাক্তারের অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর তার নিজের নামে লেখা ঠিক হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, জালিয়াতি করে অন্য ডাক্তারের রেজিস্ট্র্রেশন নম্বর নিজের নামে চালিয়ে চিকিৎসা করা বড় অপরাধ, আমি তাকে সংশোধন হতে বলেছি, তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।