বাংলারজমিন
সাভারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১১ মে ২০২৫, রবিবার
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাভারের পাকিজা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় শহীদ ইয়ামিন চত্বরে এ অবরোধ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ ইয়ামিন চত্বরে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় তারা আওয়ামী লীগের দোসরদের আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরে তাদের অনুরোধে জনদুর্ভোগের কথা বিবেচনা করে এনসিপি নেতাকর্মীরা রাত পৌনে ১১টার দিকে মহাসড়ক ছেড়ে দেন।
অন্যদিকে, একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি জাহাঙ্গীরনগর প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।