অনলাইন
উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নিহত
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
(৩ বছর আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৮ পূর্বাহ্ন

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
বুধবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৫টায় বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১৭ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা মোহাম্মদ শাহ কে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি(তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন," নিহতের ঘটনাটি সত্য। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তথ্য পেলে আরও বিস্তারিত জানাতে পারবো।"