বাংলারজমিন
‘মানুষ থাকার জায়গা নেই গরু ছাগল রাখবো কই?’
গোলাম মোস্তফা রুবেল, সিরাজগঞ্জ থেকে
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে জেলার দুটি পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির ফলে যমুনার চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে গেছে। সেইসঙ্গে যমুনা নদীর পাশাপাশি জেলার অভ্যন্তরীণ ফুলজোড়, করতোয়া, বড়াল, হুড়াসগর, ইছামতীসহ চলনবিলের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে। এরইমধ্যে বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হওয়ায় কাঁচা পাট, তিল, কাউন, বাদাম, শাকসবজিসহ বিভিন্ন ধরনের উঠতি ফসল নষ্ট হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষক। শাহজাদপুর, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের ৮ উপজেলার প্রায় ৪৫ হাজার হেক্টর ফসলের মাঠ ও গো-চারণ ভূমি বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে পবাদিপশু নিয়ে কৃষক ও খামারিরা বিপাকে পড়েছেন। বন্যার পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা। উঁচু জায়গার সংকট থাকায় অনেকেই মাচা করে এই সকল গবাদিপশুগুলো রাখার চেষ্টা করছে।