ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

গাজার অর্ধেক মানুষ অনাহারে: ডব্লিউএফপি

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৬ অপরাহ্ন

mzamin

গাজার জনসংখ্যার অর্ধেকই অনাহারে আছেন। একদিকে যুদ্ধ অব্যাহত, অন্যদিকে এসব সাধারণ মানুষের পেটে খাবার নেই। বাতাসে বারুদের গন্ধ। যেকোনো সময় বোমা হামলায় উড়ে যেতে পারেন তারা। এর মধ্যে অনাহারে কাটছে তাদের দিন। এ সতর্কতা দিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপপরিচালক কার্ল স্কাউ। তিনি বলেছেন, গাজা উপত্যকায় যে পরিমাণ সরবরাহ প্রয়োজন তার সামান্য ভগ্নাংশ প্রবেশ করতে পারছে। সেখানে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই প্রতিদিন খাবার পান না। বর্তমান পরিস্থিতিতে সেখানে সরবরাহ পাঠানো অসম্ভব। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

ইসরাইল বলছে, তারা যোদ্ধাগোষ্ঠী হামাসকে নির্মূল করতে এবং ইসরাইলি জিম্মিদের মুক্ত করে দেশে ফিরিয়ে নিতে গাজায় বিমান হামলা অব্যাহত রাখবে। ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট শনিবার বিবিসিকে বলেছেন, সাধারণ মানুষের যেকোনো মৃত্যু বেদনাদায়ক। কিন্তু আমাদের হাতে কোনো বিকল্প নেই। গাজার ভিতরে যতটা সম্ভব আমাদের নিয়ন্ত্রণে আনতে সবকিছুই করে যাচ্ছি। 
ওদিকে আইডিএফের প্রধান হারজি হালেভিকে দেখা গেছে সেনাদেরকে আরো শক্ত আক্রমণ করতে বলছেন। একটি ভিডিও ফুটেজে তাকে এমন নির্দেশ দিতে দেখা যায়। তিনি এতে বলছেন, আমরা দেখতে চাই হামাস আত্মসমর্পণ করেছে। অর্থাৎ তাদের নেটওয়ার্ক ভেঙে পড়েছে। 
ইসরাইলের কাছে কমপক্ষে ১০ কোটি ৬০ লাখ ডলার মূল্যের ট্যাংকের গোলাবারুদ বিক্রি করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এক্ষেত্রে প্রশাসন কংগ্রেসকে এড়িয়ে যেতে ব্যবহার করেছে একটি জরুরি আইন। ৭ই অক্টোবর ইসরাইলে হামাস রকেট হামলা চালানোর পর গাজার ভিতরে এবং বাইরে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল। তারা গাজায় ভয়াবহ বোমা হামলা চালিয়ে এ পর্যন্ত কমপক্ষে ১৭ হাজার ৭০০ মানুষকে হত্যা করেছে। এর মধ্যে কমপক্ষে সাত হাজার শিশু রয়েছে। শুধু মিশর সীমান্তে রাফাহ ক্রসিং পয়েন্ট খোলা আছে। সেখান দিয়ে সীমিত ত্রাণ সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। গাজা ফিলিস্তিনের অংশ। তার ভিতরে কোন ত্রাণ ঢুকবে বা না ঢুকবে তা নির্ধারণ করার কথা ফিলিস্তিন বা গাজা প্রশাসনের। কিন্তু ৭ই অক্টোবরের পর থেকে এসব নিয়ন্ত্রণ করছে ইসরাইল। এমনকি তারা গাজার পানি, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছে। তার ওপর ভয়াবহ বোমা হামলায় গাজার বহুতল ভবনগুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে। যেকেউ যদি সেই দৃশ্য দেখেন তাহলে সেখানে এক সময় মানববসতি ছিল এমনটা ঠাহর করা কঠিন। 

এ সপ্তাহে কয়েক দিনের জন্য ইসরাইল থেকে গাজায় প্রবেশের জন্য কেরেম শালোম ক্রসিং পয়েন্ট খুলে দিতে রাজি হয়েছে ইসরাইল। তবে সেটা শুধু ত্রাণ বহনকারী লরিগুলো ইন্সপেকশনের জন্য। এই ইন্সপেকশন সম্পন্ন হওয়ার পর ত্রাণবাহী ট্রাকগুলো রাফাহ সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশ করতে পারবে। 

এ সপ্তাহে গাজা পরিদর্শন করেন কার্ল স্কাউ ও তার দল। এ সময় গাজায় ধ্বংসযজ্ঞ, নৈরাজ্য এবং মানুষের হাহাকার প্রত্যক্ষ করেছেন তারা। কার্ল স্কাউ বলেছেন, ওয়্যারহাউস নিয়ে সংশয় আছে। হাজার হাজার ক্ষুধার্ত মানুষ খাদ্য বিতরণের পয়েন্টগুলোতে। সুপারমার্কেটগুলোর তাক ফাঁকা পড়ে আছে। আশ্রয়শিবিরগুলোতে গাদাগাদি করে অবস্থান করছে মানুষ। বাথরুমগুলো উপচে পড়ছে। আন্তর্জাতিক চাপে এবং সাত দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে গত মাসে এসব অসহায় মানুষের জন্য কিছু ত্রাণ পৌঁছানো গেছে। কিন্তু বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, এসব মানুষের চাহিদা কিছুটা মেটাতে হলে দ্বিতীয় একটি ক্রসিং পয়েন্ট খুলে দেয়া উচিত। কার্ল স্কাউ বলেন, কোনো কোনো এলাকায় প্রতি ১০টি পরিবারের ৯টিই পুরো দিন এবং রাত কোনো রকম খাবার ছাড়া অতিবাহিত করছে। 

বর্তমানে দু’দিক থেকে গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনুস শহরের মানুষকে ঘিরে ফেলেছে ইসরাইলি ট্যাংক। সেখানকার মানুষের অবস্থা একেবারে করুণ বলছেন কার্ল স্কাউ। শহরটিতে একমাত্র সচল নাসের হাসপাতাল। সেখানকার প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিটের প্রধান ড. আহমেদ মোগরাবি বিবিসির সঙ্গে কথা বলতে গিয়ে বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েন। খাদ্যের অভাব সম্পর্কে তিনি বলেন, আমার একটি কন্যা শিশু আছে। তার বয়স তিন বছর। সব সময় সে আমাকে কিছু মিষ্টি, আপেল, ফল নিয়ে যেতে বলে। কিন্তু আমি তাকে তা দিতে পারি না। আমি অসহায়। পর্যাপ্ত খাবার নেই। শুধু ভাত, আপনি মানতে পারেন কেবল ভাতের বিষয়? তাও দিনে মাত্র একবার আমরা ভাত খেতে পারি। 
সম্প্রতি আকাশ পথে ভারি হামলার মুখে রয়েছে খান ইউনুস। সেখানে নাসের হাসপাতালের প্রধান বলেছেন, হাসপাতালটিতে যে পরিমাণ মৃত ও আহতদের নেয়া হচ্ছে তার ব্যবস্থাপনা করতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ইসরাইলের দাবি যোদ্ধাগোষ্ঠী হামাসের নেতারা পালিয়ে আছেন খান ইউনুসে। হতে পারে সেটা কোনো ভূগর্ভস্থ টানেলে। এ জন্য তারা বাড়ি বাড়ি যুদ্ধ করছে। হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেয়ার দাবি করছে। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status