বিশ্বজমিন
আজাদ কাশ্মীরে অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
মানবজমিন ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০২ অপরাহ্ন

ভারতের হামলার প্রেক্ষাপটে আজাদ জম্মু ও কাশ্মীরে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা এপিপি। এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, সরকারি ও বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল- সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ভারতের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখা, ওয়ার্কিং বাউন্ডারি এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর অপ্ররোচিত আগ্রাসন বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর ফলে হাজারো শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষাজীবনে এক অনিশ্চয়তার মুখোমুখি। প্র্শাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে ঘরে থাকার এবং নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।