রাজনীতি
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে বিএনপি
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ২:৫৪ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বুদ্ধিজীবী ও শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, আগামী ১৪ই ডিসেম্বর সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দিবেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ দলটির সিনিয়র নেতারা।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ই ডিসেম্বর সকাল ৮টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দিবেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ দলটির সিনিয়র নেতারা। সেখান থেকে সকাল ১০টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন স্থায়ী কমিটির সদস্যসহ দলটির নেতাকর্মীরা।