রাজনীতি
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না। যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মানবাধিকার দিবসের কর্মসূচির নামে নাশকতার ছক কষছে বিএনপি। কর্মসূচির নামে যাতে তারা নাশকতা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
ব্যর্থ আন্দোলন করেই বিএনপি ক্ষ্যান্ত হয়নি এখন তারা সন্ত্রাসী পথ বেছে নিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলেন না।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
Obaidul, MP & Montri 2tai acho. Abar MP & Montri howar jonno nijera nijera Tamasar Nirbachon diacho. Jatir samne R koto Vondami korba????
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’
দেশ ও দেশের মানুষ গোল্লায় যাক,যে ভােই হোক আপনারা ক্ষমতায় বসে থাকেন।
সময় ধ্রুত শেষ হয়ে যাচ্ছে, অবস্থা অনুধাবন করে তপশীল বাতিল করুন আর তত্ববধায়ক মেনে নিন। তাতেই আপনাদের মঙ্গল।
এটা অন্যায় বলা যায়------------ কারণ জাতীয় পার্টির মতো একটি অনুগত, ভদ্র গৃহপালিত জোটবদ্ধ বিরোধী দল থাকার পরও এসব আপত্তি মানা যায় না।
আপনারা আপনাদের বিপক্ষের কোন কার্যক্রমেই যৌক্তিকতা খুঁজে পাননা। আর কোন চাপ প্রভাব তো থাকেই না তবে উঠতে বসতে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ আর বিএনপি নিয়েই যত আলাপ-আলোচনা!
ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে, তাই ভালো-মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে।
আপনারা ক্ষমতায় থাকার জন্য উন্মাদ হয়ে গেছেন। জনগনকে তোয়াক্কা করছেন।
একটি নিরপেক্ষ নির্বাচনে না দেওয়ায় পুরো জাতিকে বিপদে ফেলেছেন। জনপ্রিয় থাকলে নিরপেক্ষ নির্বাচনে ভয় কোথায় ? সংবিধান আপনারাইতো পরিবর্তন করেছেন দোস কেন অন্যকে দিচ্ছেন ?
ভারত , রাশিয়া, চীন আর আপনারা ১৪ দলের লোক ছাড়া, বাংলাদেশের সব মানুষ এবং দুনিয়ার সব মানুষ বুঝতে পারছে যে কি কারনে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিতে পারে ।
আজকাল যৌক্তিকতা তো তা-ই, যা অধিকতর ক্ষমতাবানরা কম ক্ষমতাবান/ ক্ষমতাহীণদের ওপর চাপিয়ে দেয়।