ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

জেলেনস্কির সমালোচক সাবেক আইনপ্রনেতাকে হত্যা, ইউক্রেনের দায় স্বীকার

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

ইউক্রেনের সাবেক আইনপ্রনেতা ও প্রেসিডেন্ট জেলেনস্কির এক কট্টোর সমালোচককে হত্যা করা হয়েছে। ইলিয়া কিভা নামের ওই ইউক্রেনীয় রাজনীতিবিদ রাশিয়ায় নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। রাজধানী মস্কোর কাছে বুধবার তার মরদেহ পাওয়া যায়। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, ‘ভেলিখ কান্ট্রি ক্লাব’ নামের একটি হোটেলের পুলে তার মরদেহ ভাসতে দেখা যায়। তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাথা থেকে রক্তক্ষরণেই তার মৃত্যু হয়। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রেই ইয়ুসভ এক বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এই হত্যার পেছনে রয়েছে। তবে ইউক্রেনীয় অন্য কিছু গণমাধ্যম খবর দিয়েছে দেশটির আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ এই হত্যায় জড়িত। 

এ হত্যাকাণ্ড নিয়ে এখনও চুপ রয়েছে রাশিয়া। কিভা ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইউক্রেনের আইনপ্রনেতা ছিলেন। তিনি জেলেনস্কির প্রধান বিরোধী দলের সদস্য ছিলেন। গত বছর ইউক্রেনের প্রায় সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন জেলেনস্কি। সেসময় কিভার দলও নিষিদ্ধ হয়ে যায়। তিনি ছিলেন জেলেনস্কির কট্টোর সমালোচক। সরকারের ন্যাটো-পন্থী নীতির তীব্র বিরোধিতা করতেন কিভা। ২০২২ সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইউক্রেনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করায় ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কঠিন সমালোচনা করেন। 

এই রাজনীতিবিদ নিরাপত্তার স্বার্থে প্রথমে স্পেন পালিয়ে যান। পরবর্তীতে সেখান থেকে রাশিয়ায় আশ্রয় নেন তিনি। পার্লামেন্টে তার সদস্যপদ বাতিল করে দেন জেলেনস্কি। পাশাপাশি তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় ইউক্রেনের আদালতে। খুন হওয়ার আগে সর্বশেষ সোশ্যাল মিডিয়া পোস্টে কিভা জেলেনস্কির চরম সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জেলেনস্কি ইউক্রেনের মানুষদের রক্তে ডুবিয়ে মারবেন। পাশাপাশি জেলেনস্কির দিন ঘনিয়ে আসছে বলেও সতর্ক করেন তিনি।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status