রাজনীতি
যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা কিছু করতে পারবে না: ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ অপরাহ্ন

জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বৈঠকে আসন বণ্টনের প্রসঙ্গ আসেনি, আলোচনা হয়েছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনমুখী দলগুলোর সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে নাশকতা-গুপ্ত হামলার মতো নির্বাচনবিরোধী অপকর্ম প্রতিহত করা নিয়ে। রাজনৈতিক আলোচনাই ছিল মুখ্য।
বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ততই নির্বাচন বানচালে মরিয়া হয়ে উঠছে। তাদের নাশাকতার মাত্রা আরও বিস্তৃত হতে পারে। মুরগির বাচ্চাও তাদের টার্গেট। নাশকতা, গুপ্ত হামলার ভয়াবহ যে চিত্র তা রেকর্ড স্থাপন করছে। গতকাল পর্যন্ত ছয়শ গাড়ি ভাংচুর করেছে, ১০টি রেলে আগুন দিয়েছে।
পোশাকখাতে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের নতুন শর্ত প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা কিছু করতে পারবে না। যুক্তরাষ্ট্রের ইউরোপ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার বন্ধু দেশগুলো বাংলাদেশের বিষয়ে চরম কোনো সিদ্ধান্ত নিতে এখন আর পক্ষপাতী নয়। ওবায়দুল কাদের বলেন, আমরা বিদেশে বন্ধুহীন নই। তারা জানে বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা কিভাবে নির্বাচন করছেন। দেশে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য নির্বাচন করছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকারি ও বিরোধী দল আসবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পাঠকের মতামত
একতরফার বিশ্ব চ্যামপিয়ন Aলীগ।আামেরিকা পারার প্রশ্নই আাসেনা
১৪ দল নমিনাশন দিলেx ৩০০ সংসদীয় আসনে = ৪২০০ নির্বাচন একতরফা একটি জোটের শরিকরা
কাদের সাহেবরা তো নিজেই ১০০০ কাউকে গোনার সময় তাদের নাই।
কথার ছলে কথা বলাটা সহজ কিন্তু বাস্তবায়ন খুব কঠিণ। যার সাথে লড়াই করে পারবোনা তার সাথে লাগতে যাওয়া বোকামী। উন্নত রাষ্ট্র গুলোর সাথে বৈরিতা নয় বন্ধুত্বের চিন্তা মাথায় রেখে চলুন দেশের মঙ্গল হবে।
হিরো আলম আর ওবায়দুল কাদের সাহেব আমাদের দুই রসগোল্লা।
ওবায়দুল কাদের সাহেবের অনুমতি লাগবে কিছু করতে হলে!
apnar kothay ami moha khushi...