ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

নৌকার প্রার্থী নাসিরুল বললেন, মুজিবুল হক চুন্নু জামানত হারাবেন

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৮ পূর্বাহ্ন

mzamin

প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে এসেছিলেন কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান। মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে আপিল আবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, আমি ষড়যন্ত্রের শিকার। তবে কার ষড়যন্ত্রের শিকার তা বলবো না। প্রার্থিতা ফিরে পাবেন জানিয়ে তিনি আরও বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর জামানত থাকবে না। 

নাসিরুল বলেন, নির্বাচন অফিস থেকে বলছে হলফনামায় নাকি ত্রুটি আছে। আমি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যে কাগজপত্র জমা দিতে হয়, তা জমা দিয়েছি। একই সিস্টেমে জাতীয় নির্বাচনে কাগজ জমা দিয়েছি। কিন্তু উপজেলায় সেটা কীভাবে এলাউ করলো? আমি তো চার বছর ধরে উপজেলা চেয়ারম্যান।

২০১৪ সালে আমার নামে একটা মামলা ছিল। ওই সময় আমি ঢাকায়, মারামারি হয়েছে কিশোরগঞ্জ শহরে। পরে আমার নাম দিয়ে দিয়েছে। তদন্ত করে দেখে আমি ঢাকায় ছিলাম। আমাকে চার্জশিট থেকে বাদ দিয়েছে। আমার নামে তো মামলাই হয়নি। 

জোটের কোনো সমীকরণে মনোনয়ন বাতিল হয়েছে কিনা, গণমাধ্যমকর্মীরা তাকে এমন প্রশ্ন করেন। নাসিরুল বলেন, জোটের কোনো সমীকরণ না। জোটকে তো তিনবার দিয়েছি। তিনবার ছেড়ে দিয়েছি। জোট আসুক, মাঠে খেলা হোক। ভোটাভুটি হোক, যাচাই হোক দেখি। নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। চুন্নু মাঠে আসুক, আমরা ভোট করি। কে কত ভোট পায় দেখি। আমি মনে করি নেত্রী এবার জোটে দেবেন না। এবার প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। জোটে দিলে ভোট দেবে কে?

পাঠকের মতামত

৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল

Faruki
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:৩৭ পূর্বাহ্ন

Great

Kamal
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:১২ পূর্বাহ্ন

চুন্নু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হতে পারবে না।

নিজাম
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:১৪ পূর্বাহ্ন

প্রতিযোগিতা মুলক নির্বাচন হোক। হাড় জিত থাকবেই। নির্বাচনের আগে জামানত হাড়াবে, এটা হুমকির মতই মনে হয়। বেশী চর্বি হয়ে গেলেই, এমন মন্তব্য করা হয়।

Shushanta barua
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:১১ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status