অনলাইন
মাস্ক পরার নির্দেশ
স্টাফ রিপোর্টার
(৩ দিন আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৯ অপরাহ্ন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এই নির্দেশনা দেয়া হয় ।
আজ মঙ্গলবার (২১শে জুন) মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানদের তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পাঠকের মতামত
মানুষ নিজস্ব স্বকীয় বিচার হারিয়ে ফেলেছেন মনে হয়। সরকারি নির্দেশ মত সিদ্ধান্ত নেন। করোনার জীবাণু প্রতিরোধ করতে মাস্ক এর বিকল্প নেই। তাই বেঁচে থাকার জন্য কেন মানুষ মাস্ক পরেন না । কানাডা সরকার মাস্ক optional বলার পরও আমরা লোক সমাগমে মাস্ক পড়ে যাই। সরকার গ্যারান্টি দিতে পারবে না আমার রোগ বিস্তার হবে না মাস্ক না পরলে ।
লোক সমাগম সকল ক্ষেত্রে রোধ করা হউক। করোনা প্রতিরোধ এর কোন বিকল্প নেই।