খেলা
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পাকিস্তানের মেয়েদের
স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, সোমবারসর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান নারী ক্রিকেট দল। তবে এবারের নিউজিল্যান্ড সফরে চমক দেখালো তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলকে হারালো পাকিস্তান। গতকাল ডানেডিনে আগে ব্যাট করা নিউজিল্যান্ডকে ১২৭ রানেই আটকে দেয় পাকিস্তান। বল হাতে ৩ উইকেট নেন ফাতিমা সানা। জবাবে পাকিস্তান লক্ষ্যে পৌঁছে যায় ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে। এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।
৯ বারের দেখায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান নারী ক্রিকেট দলের প্রথম জয় এটি। ১২৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলী ও শাওয়াল জুলফিকার খেলেন দেখেশুনে। দুজনে পাওয়ার প্লেতে তোলেন ৩০ রান। ৫২ বলে ৪০ রান ওঠার পর জুটি ভাঙলে দ্বিতীয় উইকেটে রানের গতি বাড়ে। তিনে নামা অধিনায়ক নিদা দারের সঙ্গে জুলফিকারের জুটিতে মাত্র ২৬ বলে যোগ হয় ৫১ রান। মূলত এই জুটিই পাকিস্তানকে জয়ের কাছে নিয়ে যায়। জুলফিকার করেন ৪১ রান। আর নিদার ব্যাট থেকে আসে ১৪ বলে ২৩ রান। নিদা আউট হওয়ার পর বাকি কাজটা করেন আলিয়া রিয়াজ। তিনি করেন ১২ বলে ২৫।
এর আগে টসে জিতে ব্যাটিং করা নিউজিল্যান্ড শুরুটা ভালোই করেছিল। দুই ওপেনার মিলে গড়েছিলেন ৩৩ বলে ৩৩ রানের জুটি। কিউইদের মূলত বিপদে ফেলেন ফাতিমা। নিউজিল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারকেই আউট করেন এই মিডিয়াম পেসার। নিউজিল্যান্ডের হয়ে ২৮ বলে ৪৩ রান করেন ম্যাডি গ্রিন। এমন জয়ে স্বাভাবিকভাবেই বেশ খুশি পাকিস্তান অধিনায়ক নিদা দার। পাকিস্তান ক্রিকেটের সামাজিক যোগাযোগমাধ্যম (এক্স) থেকে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেছেন, ‘এই ম্যাচ জয়ের পেছনে যাদের প্রচেষ্টা ছিল, সবাইকে অভিনন্দন। ৯বারের দেখায় প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি জিতলাম। কঠিন কন্ডিশনে ভালো ছন্দ পেয়েছি আমরা। আজ সবার দায়িত্বটা স্পষ্ট ছিল, সবাই সেটা পালন করেছে। আশা করছি, এভাবে সিরিজও জিততে পারবো।’ সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ৫ ও ৯ই ডিসেম্বর।