ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ফিলিপাইনে ধর্মীয় জমায়েতে বিস্ফোরণ, নিহত ৪, আহত বহু

মানবজমিন ডিজিটাল

(৯ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার, ৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয়ে রবিবার ধর্মীয় প্রার্থনার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। যার জেরে অন্তত চারজন নিহত ও দশজন আহত হয়েছে। সিএনএন-এর সহযোগী সংস্থা সিএনএন ফিলিপাইনের খবরে বলা হয়, রোববার সকালে মিন্দানাওর দক্ষিণাঞ্চলীয় দ্বীপের মারাউইতে এই বিস্ফোরণ ঘটে। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে সৈন্য এবং জরুরি কর্মীদের জিমনেসিয়ামের ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বসার জায়গার একটি অংশ উড়িয়ে দেয়া হয়, মেঝে জুড়ে চেয়ারগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এলাকার পুলিশ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোব্লেজা জানান, প্রতিশোধস্পৃহা থেকেই বিস্ফোরণ। হামলা চালিয়েছে ইসলামিক স্টেট পন্থী জঙ্গিরা। লানাও দেল সুর প্রদেশের গভর্নর, মামিন্টাল আদিয়ং জুনিয়র বলেছেন, মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমনেসিয়ামে রবিবার একটি গণসমাবেশের সময় "হিংসাত্মক বোমা হামলা" হয়েছে। রবিবার একটি টুইট বার্তায়, ফিলিপাইনের প্রেসিডেন্ট  ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই হামলার নিন্দা করেছেন এবং এটিকে "বিদেশী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত নির্বোধ এবং সবচেয়ে জঘন্য কাজ বলে বর্ণনা করেছেন''। তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম বলেননি বা বিস্তারিত কিছু বলেননি। তিনি যোগ করেছেন: "নিরীহদের বিরুদ্ধে সহিংসতাকারী চরমপন্থীরা সবসময় আমাদের সমাজের শত্রু হিসাবে বিবেচিত হবে।"

মিন্দানাও, ফিলিপাইনের সুদূর দক্ষিণের একটি প্রদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সীমান্তে অবস্থিত  এবং আবু সায়াফসহ বেশ কয়েকটি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর আবাসস্থল।ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি দীর্ঘদিন ধরে দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহের কেন্দ্রস্থল।যদিও ফিলিপাইনের বেশিরভাগই ক্যাথলিক, মিন্দানাও একটি বিশাল মুসলিম জনসংখ্যার আবাসস্থল। ২০১৭ সালে, আইএসআইএস-সংশ্লিষ্ট জঙ্গিরা মারাউইতে পাঁচ মাসের জন্য অবরোধ করেছিল। সরকার শহর জঙ্গিমুক্ত করার আগে সহিংসতার জেরে ৩ লক্ষ ৫০ হাজারেরও  বেশি বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যান ।

সূত্র : সিএনএন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status