বিশ্বজমিন
পাকিস্তানে বাসে গুলি, নিহত ৮, সন্দেহ ভারতের দিকে
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
পাকিস্তানের চিলাস এলাকায় যাত্রীবাহী একটি বাসে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করেছে কমপক্ষে ৮ জনকে। এতে আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় ভারত জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মন্ত্রী। পুলিশ বলেছে, বাসটি গিলগিট-বালতিস্তানের গিজার থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। চিলাস এলাকায় কারাকোরাম মহাসড়কে এ ঘটনা ঘটেছে শনিবার। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, গুলির পর বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় বাসটি। ফলে আগুন ধরে ট্রাকটি পুড়ে যায়। চিলাসের উপকমিশনার ডিসি আহমেদ বলেছেন, হতাহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি একটি বেসরকারি কোম্পানির। হামলায় মোট আটজন মারা গেছেন। এর মধ্যে ৫ জনকে শনাক্ত করা হয়েছে। বাকি মৃতদেহ শনাক্তের চেষ্টা চলছিল। গিলগিট বালতিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শামস লোনি এ হামলাকে অবাধ সন্ত্রাস বলে অভিহিত করেছেন। হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ হামলায় ভারতের জড়িত থাকার কথা উড়িয়ে দেননি তিনি।