ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ফিলিপাইনে ৭.৫ মাত্রার ভূমিকম্প

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৭ অপরাহ্ন

mzamin

ফিলিপাইনে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। প্রথম কম্পনের পর কয়েকশত বার এই কম্পন হানা দিয়েছে। এ ঘটনার পর সেখানে সুনামির সতর্কতা দিয়ে জনসাধারণকে উদ্ধারের নির্দেশ দেয়া হয়। পরে রোববার সকালে সুনামি সতর্কতা তুলে নেয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত অনলাইন এবিসি নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎস মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান মিউনিসিপ্যালিটির উত্তর-পূর্বে ৩২ কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর কমপক্ষে ৫০০টি আফটার শক  রেকর্ড করা হয়েছে। রোববার সকালে লোকজন স্বাভাবিক কর্মকাণ্ড শুরু করার ফলে সতর্ক হয়ে চলতে পরামর্শ দিয়েছে ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলোজি। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলোজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর সবচেয়ে বড় আফটার শক ছিল ৬.৫ মাত্রার। প্রাথমিক কম্পনের ফলে সুনামি সতর্কতা দিয়ে উপকূলীয় জনগণকে উঁচু স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়। পরে অবশ্য কর্তৃপক্ষ বলেছে, বড় ঢেউয়ের ঝুঁকি চলে গেছে। 
একই সময়ে জাপানের আবহাওয়া বিষয়ক এজেন্সি বলেছে, সেখানকার হাচিজোজিমা দ্বীপেও ভূমিকম্প হয়েছে। সেখানে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ শনাক্ত হয়েছে। জাপানে ওকিনাওয়া প্রিফেকচারের বিভিন্ন অংশ থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status