বিশ্বজমিন
যেকোনো হুমকি থেকে পাকিস্তানকে সুরক্ষিত রাখতে সেনাবাহিনী প্রস্তুত
মানবজমিন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৩, রবিবার
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসিম মুনির বলেছেন, যেকোনো হুমকি থেকে দেশমাতৃকাকে সুরক্ষিত রাখতে পুরোপুরি প্রস্তুত সেনাবাহিনী। শনিবার তিনি জোর দিয়ে বলেন, যেসব চ্যালেঞ্জের মুখে পাকিস্তান সে বিষয়ে অবহিত সশস্ত্র বাহিনী। ভাওয়ালপুর কোরের ফিল্ড এক্সারসাইজ প্রত্যক্ষ করতে তিনি এদিন খাইরপুর টেমওয়ালি সফর করেন। এ তথ্য দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)। সেখানে তিনি বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে দেশের ভৌগোলিক অখ-তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় প্রস্তুত সেনাবাহিনী। বাইরে থেকে আসা হুমকি মোকাবিলায় সামনের সারিতে দাঁড়িয়ে দেশকে সুরক্ষিত রাখাই তাদের লক্ষ্য।
পাঠকের মতামত
আপনারা নিজেরাই পাকিস্তানের জন্য হুমকি , রাজনীতি থেকে দূরে থাকুন ,দেশ কে বাচান ।