খেলা
‘সবচেয়ে বড়’ জয়ে শেষ ষোলোয় আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারচ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বের ম্যাচে আরসি লঁসকে গোলবন্যায় ভাসিয়েছে আর্সেনাল। বুধবার এমিরেটস স্টেডিয়ামে ইউসিএলের ‘বি’ গ্রুপের ম্যাচে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটিকে ৬-০ গোলে উড়িয়ে দেয় গানাররা। এতে ‘সবচেয়ে বড়’ জয়ের রেকর্ড গড়ে আর্সেনাল। একইসঙ্গে পৌঁছায় চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয়। ঘরের মাঠে ম্যাচের ১৩তম মিনিটে গোলোৎসবের শুরুটা করেন জার্মান মিডফিল্ডার কাই হ্যাভার্টজ। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস।
দুই মিনিটের ব্যবধানে স্কোরশিটে নাম তোলেন ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা। ২৭তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫+১) আর্সেনালের হয়ে পঞ্চম গোলটি করেন নরওয়েজিয়ান ফুটবলার মার্টিন ওডেগার্ড। প্রথমার্ধের দাপট অবশ্য বিরতির পর দেখাতে পারেনি আর্সেনাল। ষষ্ঠ গোলটি পেতে ৮৬তম মিনিট অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। সফল স্পটকিকে গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। লঁসের বিপক্ষে পাওয়া জয়টি আর্সেনালের চ্যাম্পিয়নস লীগ ইতিহাসে কোনো ফরাসি প্রতিপক্ষের মোকাবিলায় পাওয়া সবচেয়ে বড় জয়।
আর্সেনালের কীর্তি গড়ার রাতে লজ্জার নজির স্থাপন করে আরসি লঁস। ইউরোপিয়ান প্রতিযোগিতায় লঁসের এটি সবচেয়ে বড় হার। ম্যাচে মাত্র ২৭ মিনিটে চার গোলে এগিয়ে যায় আর্সেনাল। চ্যাম্পিয়নস লীগ ইতিহাসে ইংলিশ দল হিসেবে যৌথভাবে দ্রুততম চার গোলের রেকর্ড গড়লো আর্সেনাল। ১৯৯৮ সালে একই নজির গড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় পৌঁছালো আর্সেনাল। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে লঁস।