রাজনীতি
ভোটের উৎসব ফিরিয়ে আনবো: ফেরদৌস
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে দাবি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেই একটি সুন্দর নির্বাচন হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ফেরদৌস বলেন, যে মানুষগুলো ভোট দিতে যায় না, যারা মনে করে ভোটের কোনো মূল্য নেই তাদের আমরা বোঝানোর চেষ্টা করবো- আপনার ভোটটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে নিয়ে আমি কাজ করবো। ভোটের যে উৎসব, আনন্দ তা ফিরিয়ে আনার চেষ্টা করবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আজ। এদিন সকাল থেকেই প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার পর্যন্ত ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৬৫ জন। এরমধ্যে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১লা থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের কাজ হবে। ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয় এবং অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা- ৪ থেকে ঢাকা- ১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া যাচ্ছে।