ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

মনোনয়ন কিনলেন খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৩, সোমবার, ৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৯ অপরাহ্ন

mzamin

আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার একদিন পরই চমক দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর ) আসনে। এ আসনে প্রতিদ্বন্দ্বিতার আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান। তার পক্ষে আজ সোমবার বকুল মিয়া নামের একজন স্বতন্ত্র মনোনয়ন নিয়েছেন। এবিষয়ে একরামুজ্জামান মানবজমিনকে জানান- তিনি এখনো সিদ্ধান্ত নেননি। ২/১ দিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, একরামুজ্জামান সুখন স্বতন্ত্র মনোনয়ন ফরম কিনেছেন বলে শুনেছি। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। 

এছাড়া এ আসন থেকে আরো মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগের বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন, জাকের পার্টির মো: জাকির হোসেন চৌধুরী।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে মনোনয়ন নিয়েছেন ইসলামী ঐক্যজোটের আবুল হাসানাত। তিনি মুফতী ফজলুল হক আমিনীর ছেলে। এছাড়াও মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো: শাহজাহান আলম, জাকের পার্টির জহিরুল ইসলাম ভূইয়া,স্বতন্ত্র মো:মঈন উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ) আসন থেকে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী,স্বতন্ত্র জহিরুল হক চৌধুরী,কাজী জাহাঙ্গীর ও ফিরোজুর রহমান,জাতীয় পার্টির মো: রেজাউল ইসলাম ভূইয়া,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মো: নূরে আজম,জাকের পার্টির মো: সেলিম কবির। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আওয়ামী লীগ মনোনীত আনিসুল হক, স্বতন্ত্র সাবেক এমপি মো: শাহআলম, শ্যামল কুমার রায়, এ কে এম বদিউল আলম,জাকের পার্টির মো: জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আওয়ামী লীগের ফয়জুর রহমান বাদল, স্বতন্ত্র মোহাম্মদ এবাদুল করিম, একেএম মমিনুল হক সাঈদ, নজরুল ইসলাম ভূইয়া,মোস্তাক, সুপ্রিম পার্টির জামাল সরকার,জাতীয় পার্টির মোবারক হোসেন,জাতীয় সমাজতান্ত্রিক দলের আখতার হোসেন সাঈদ,ইসলামী ঐক্যজোটের মো: মেহেদী হাসান,জাকের পার্টির মো: জামসেদ মিয়া,বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর ) আওয়ামী লীগ মনোনীত ক্যাপ্টেন অব.এবি তাজুল ইসলাম,জাকের পার্টির আবদুল আজিজ,জাতীয় পার্টির আমজাদ হোসেন, সুপ্রিম পার্টির কবির মিয়া,স্বতন্ত্র শফিকুল ইসলাম ও মহিউদ্দিন আহমেদ।

 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status