রাজনীতি
কারাগারে বিএনপি নেতার মৃত্যু
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৬ নভেম্বর ২০২৩, রবিবার, ১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৯ অপরাহ্ন
কারান্তরীণ থাকা অবস্থায় বিএনপি নেতা গোলাপুর রহমানের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকাল পৌনে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।
নিহত গোলাপুর রহমান ছিলেন চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও থানার ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বিবৃতিতে এতথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২৩ ঢাকার মহাসমাবেশের আগেরদিন শুক্রবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।