শেষের পাতা
চট্টগ্রামে মিছিল করে ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে পুলিশে সোপর্দ
স্টাফ রিপোর্টার. চট্টগ্রাম থেকে
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবারসরকার পতনের একদফা দাবি ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে হয়েছে ঝটিকা মিছিল। এ সময় পুলিশের হাতে আটক হয়েছেন বিএনপি’র ১০ নেতাকর্মী। এরমধ্যে মশাল মিছিল করে ফেরার পথে যুবদলের এক নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পুলিশের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরমধ্যে চট্টগ্রাম জেলায় সর্বশেষ ২০ দিনে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৫৫টি। আর এ সময়ে গ্রেপ্তার হয়েছেন দলটির ৯২৪ জন নেতাকর্মী।
রোববার রাতে সাতকানিয়া উপজেলা বিএনপি’র নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে সাতকানিয়া-বান্দরবান সড়কে হরতালের সমর্থনে মশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে বাড়ি ফেরার পথে সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
গতকাল ভোররাতে সাতকানিয়ার কেওচিয়ায় মডেল মসজিদের সামনে শ্যামলী ও হানিফ পরিবহনের ৩টি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসগুলো চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করতো। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে হরতালের সমর্থনে নগরের চকবাজার, মাঝিরঘাট, সদরঘাট, প্রবর্তক মোড়, রাহাত্তারপুর, চান্দগাঁওয়ে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চকবাজার, পাহাড়তলী, সদরঘাট ও বায়েজিদে ঝটিকা মিছিল করেছে জামায়াত। উত্তর ও দক্ষিণ জেলায়ও হরতালের সমর্থনে ঝটিকা মিছিল হয়েছে। নগর বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী মানবজমিনকে বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরীতে আমাদের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮শে অক্টোবর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম মহানগরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ২১টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৪৩৪ জন। উত্তর জেলায় ১৯টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ২৫০ জনের বেশি। আর দক্ষিণ জেলায় শেষ ২০ দিনে মামলা হয়েছে ১৫টি। আর গ্রেপ্তার হয়েছেন ২৪০ জনের বেশি নেতাকর্মী।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]