খেলা
কোহলি-রাহুলের স্ত্রীদের নিয়ে মন্তব্য করে বিপাকে হরভজন
স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, সোমবার
বিশ্বকাপের প্রায় প্রত্যেক ম্যাচেই স্টেডিয়ামে বসে ভারতকে সমর্থন যুগিয়েছেন বলিউড তারকারা। আনুশকা শর্মা-আথিয়া শেঠিরা শুধু সেলিব্রেটি হিসেবে নয়, বিরাট কোহলি এবং কেএল রাহুলদের পত্নী হিসেবে মাঠে যান। ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালেও উপস্থিত ছিলেন আনুশকা-আথিয়া। এই দুই বলিউড অভিনেত্রীর ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে পড়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ভারতীয় একটি চ্যানেলে হিন্দি ধারাভাষ্যে সম্প্রচার হচ্ছিল সেই ম্যাচটি। চ্যানেলটির কমেন্টেটর হিসেবে ছিলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। ম্যাচ চলাকালে এক সময় সম্প্রচার ক্যামেরা তাক করা হয় গ্যালারিতে বসে থাকা আনুশকা ও আথিয়ার দিকে। ভিডিওতে দেখা যায়, নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা বলছিলেন দুই বলিউড অভিনেত্রী। এসময় হরভজন বলেন, ‘আমি জানি না, তারা ক্রিকেট নিয়ে কথা বলছে নাকি সিনেমা। তাদের ক্রিকেটীয় জ্ঞান ভালো বলে আমার মনে হয় না।’ হরভজনের এমন বৈষম্যপূর্ণ মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। একজন এক্স (টুইটারের নতুন নাম) প্ল্যাটফর্মে লিখেন, ‘হরভজন সিং, মেয়েরা ক্রিকেট বোঝে কি না, এই কথা দিয়ে আপনি কী বোঝাতে চাইলেন। তাৎক্ষণিকভাবে আপনার ক্ষমা চাওয়া উচিত।’ রোশান রাই লিখেন, ‘হরভজন একজন পার্টটাইম পলিটিশিয়ান, ফুলটাইম ড্রামাবাজ। এমন বাজে মন্তব্যের জন্য তার ক্ষমা চাওয়া এবং লজ্জিত হওয়া উচিত।’ হরভজনের পক্ষও নিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘তারা (আনুশকা-আথিয়া) কী আলোচনা করছে, সে ব্যাপারে যে কেউই মন্তব্য করতে পারেন। এখানে ক্ষমা চাওয়ার কী আছে।’ আহমেদ রিয়াজ নামের এক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘আরে ভাই, হরভজন করলোটা কী যে তার ক্ষমা চাইতে হবে?’ ২০১৭ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। এই তারকা যুগলের এক সন্তান রয়েছে। গত জানুয়ারিতে বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে নায়িকা আথিয়া শেঠিকে বিয়ে করেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল।