বাংলারজমিন
আটোয়ারীতে বাণিজ্যের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
২০ নভেম্বর ২০২৩, সোমবার
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ডাঙ্গীর হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ পেতে ৩৭ শতক জমি লিখে দেয়ার পাশাপাশি ৮ লাখ টাকা দিয়েছেন এক প্রার্থী। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে তার চেয়ে বেশি টাকার বিনিময়ে অন্য প্রার্থীকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়াসহ বিদ্যালয় মাঠে সপরিবারে মানববন্ধন করেছেন হাজেরা খাতুন নামক এক প্রার্থী। এদিকে অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়টির কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত শনিবার এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা দেন আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান। মানববন্ধনে হাজেরা খাতুনের পরিবার দাবি করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও জব্বার মাস্টারের কথায় আয়া পদে নিয়োগ দেয়ার জন্য ৮ লাখ টাকা ও বিদ্যালয়ের নামে ৩৭ শতক জমি লিখে দেয়া হয়েছে। তারপরেও প্রধান শিক্ষক আরও বেশি টাকা দাবি করেন। দিতে না পারায় এখন অন্য প্রার্থীকে বেশি টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রক্রিয়া করছে। এ সময় তারা নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেয়ার জোর দাবি জানান।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]