বাংলারজমিন
আটোয়ারীতে বাণিজ্যের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
২০ নভেম্বর ২০২৩, সোমবারপঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ডাঙ্গীর হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ পেতে ৩৭ শতক জমি লিখে দেয়ার পাশাপাশি ৮ লাখ টাকা দিয়েছেন এক প্রার্থী। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে তার চেয়ে বেশি টাকার বিনিময়ে অন্য প্রার্থীকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়াসহ বিদ্যালয় মাঠে সপরিবারে মানববন্ধন করেছেন হাজেরা খাতুন নামক এক প্রার্থী। এদিকে অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়টির কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত শনিবার এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা দেন আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান। মানববন্ধনে হাজেরা খাতুনের পরিবার দাবি করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও জব্বার মাস্টারের কথায় আয়া পদে নিয়োগ দেয়ার জন্য ৮ লাখ টাকা ও বিদ্যালয়ের নামে ৩৭ শতক জমি লিখে দেয়া হয়েছে। তারপরেও প্রধান শিক্ষক আরও বেশি টাকা দাবি করেন। দিতে না পারায় এখন অন্য প্রার্থীকে বেশি টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রক্রিয়া করছে। এ সময় তারা নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেয়ার জোর দাবি জানান। মানববন্ধনকারীরা বলেন, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকসহ নিয়োগ কমিটি কতিপয় প্রার্থীর কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য করছে। নাম মাত্র পরীক্ষা নিয়ে অবৈধভাবে নিয়োগ দেয়ার উদ্যোগ গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন নিয়োগ দেয়ার নাম প্রার্থীদের নিকট হতে অর্থ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছি। যারা অভিযোগ করছেন, তাদেরকে লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।