ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

ভারত

দ্য গার্ডিয়ানকে মহুয়া মৈত্র : মোদি - আদানি আমার মুখ বন্ধ করতে পারবেন না

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৫ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৩, সোমবার, ৮:৪৯ অপরাহ্ন

রাজধানী দিল্লিতে নিজের বাংলোতে বসে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে একটি সাক্ষাৎকার দিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজনেস টাইকুন গৌতম আদানিকে। দ্য গার্ডিয়ানকে মহুয়া বলেছেন, সংসদ থেকে বহিস্কার করে যতই ওরা আমার মুখ বন্ধ করার চেষ্টা করুন, আমি ওদের বিরুদ্ধে বলে যাবো। পরের লোকসভা ভোটে তিনি যে দ্বিগুন সমর্থন নিয়ে ফিরে আসবেন তাও দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন মহুয়া।  দল তার সঙ্গে নেই, এমন একটা রটনা করার চেষ্টা হয়েছিল। সোমবার মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর জেলা তৃণমূলের সভাপতি করে তৃণমূল এই রটনার জবাব দিয়েছে।  মহুয়া দ্য গার্ডিয়ানকে বলেন, তার যতবার ইচ্ছা হবে তিনি মদের গ্লাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দেবেন, ঝলমলে পোশাক পরবেন, ' লোকে আমাকে এই ভাবেই দেখতে অভ্যস্ত '।  তিনি ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে আদানিদের জাত শত্রু দর্শন হির নন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে মোদি ও আদানি নিয়ে প্রশ্ন করেছেন এই অভিযোগে সংসদের এথিক্স কমিটি তাকে সংসদ থেকে বহিস্কারের সুপারিশ করেছে। মহুয়া গার্ডিয়ানকে বলেন, কেউ যদি তার টাকা নেওয়ার প্রমাণ দিতে পারেন তাহলে তিনি সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দেবেন, তাকে বহিস্কার করতে হবে না। নিজের রটউইলার আলসেশিয়ানকে খাওয়াতে খাওয়াতে মহুয়া বলেন - দর্শন আমার বন্ধু। সে আমাকে একটা হর্মিজ স্কার্ফ আর একটা ববি ব্রাউন মেক আপ সেট দিয়েছে।

বিজ্ঞাপন
 বিজেপির নিরিখে এগুলো দামি উপহার হয়ে গেল?  সাক্ষাৎকারের শেষে একদা লন্ডন ও নিউ ইয়র্কের ব্যাংকার মহুয়া বলেন,  তার পরিবার তার জীবনচর্যায় কোনও আপত্তির কারণ খুঁজে পায় না।  বাইরের লোকের চোখরাঙানীকে তিনি ভয় পাননা।  বলেছেন, তিনি যদি ত্বক এর রং উজ্জ্বল হওয়া প্রথম রাজনীতিক হন তাহলে কি করতে পারেন?

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status