খেলা
ছক্কার রেকর্ড রোহিত শর্মার
স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, সোমবারওয়ানডে ক্রিকেটে ছয় মারার প্রসঙ্গ এলে সবার আগে আসবে শহীদ আফ্রিদির নাম। ওয়ানডেতে ৩৫১টি ছয় মেরেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। ৩৩১টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যানের পরই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে তার মোট ছক্কা এখন ৩১৬। আফ্রিদি ৩৮১ ম্যাচে, গেইল ৩০১ ম্যাচে রোহিত রেকর্ডটি গড়েছেন ২৬০ ম্যাচ খেলে। তবে এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এত দিন সবার উপরে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। গতকাল প্রোটিয়া ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন রোহিত। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংসের সপ্তম ওভারে কলিন অ্যাকারম্যানের বলে রোহিত যে ছক্কাটি মেরেছেন, সেটি এ বছরে তার ৫৯তম। এক বছরে এর চেয়ে বেশি ছক্কা এর আগে কেউ মারেনি। এত দিন সর্বোচ্চ ছিল ডি ভিলিয়ার্সের ৫৮ ছয়, যা তিনি ২০১৫ সালে মেরেছিলেন। ২০১৯ সালে শুবমান গিল মারেন ৫৬টি ছক্কা। ২০০২ সালে ৪৮ ছক্কা মেরে এই তালিকায় চতুর্থ স্থানে শহীদ আফ্রিদি। এ বছরই ৪৭টি ছক্কা মেরে তালিকার পঞ্চম স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। এক বছরে সবচেয়ে বেশি ছয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক আসরে বেশি ছয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন রোহিত।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের এউইন মরগান মেরেছিলেন ২২ ছক্কা। গতকাল ইনিংস শেষে রোহিত শর্মার ছক্কার সংখ্যা দাঁড়ায় ২৪-এ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিনও যথারীতি দলকে ঝড়ো সূচনা এনে দেন রোহিত। মারকুটে ইনিংসে ৫৪ বলে ৬১ রান করেন ভারতীয় ওপেনার। ইনিংসে হাঁকান আটটি চার ও দুটি ছক্কা। ওপেনিংয়ে শুবমান গিলের সঙ্গে গড়েন কাঁটায় কাঁটায় ১০০ রানের জুটি। চলতি বিশ্বকাপে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের ক্লাবে যোগ দিলেন রোহিত শর্মা। গতকালের ইনিংস শেষে আসরে ৯ ম্যাচে তার রান দাঁড়ায় ৫০৩-এ। গড় ৫৫.৮৮ ও স্ট্রাইক রেট ১২১.৪৯। আসরে তিনি হাঁকিয়েছেন ৫৮টি চার ও ২৪টি ছক্কা। এবারের বিশ্বকাপে ৫৯৪ রান নিয়ে সেরা সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছে রোহিতেরই সতীর্থ বিরাট কোহলি। আসরে দুটি সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলির গড় ৯৯.০০। ভারতের সাবেক অধিনায়কের স্ট্রাইক রেট ৮৮.৫২। তালিকার দ্বিতীয় স্থানে প্রোটিয়া ব্যাটার কুইন্টর ডি ককের সংগ্রহ ৫৯১ রান। দক্ষিণ আফ্রিকার এই ওপেনার আসরে হাঁকিয়েছেন সর্বোচ্চ চারটি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র ৫৬৫ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।