ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে সবজির দাম অত্যধিক আলুর দামে রেকর্ড

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩, সোমবার
mzamin

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে শাক-সবজির দাম। ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলু। কিছুদিন আগে একটানা বৃষ্টি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ওই আকস্মিক বন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার সর্বত্র শাক-সবজি চাষ করা বিস্তীর্ণ ভূমি তলিয়ে যায়। এতে এলাকার সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এরফলে আগাম শীতকালীন শাক-সবজির পাশাপাশি অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে মৌসুমি সবজির দাম। প্রাকৃতিক দুর্যোগ আলুচাষে কোনো প্রভাব না ফেললেও সর্বকালের সকল রেকর্ড ভেঙেছে আলু। খেটে খাওয়া মানুষরা অন্য সবজি কিনতে না পারলেও আলুই ছিল তাদের একমাত্র ভরসা। বর্তমান বাজারে আলু, উচ্চমূল্যের সবজির তালিকায় স্থান করে নিয়েছে। যে কারণে আলু এখন নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে। বর্তমান বাজারে ডায়মন্ড আলু ৬০ থেকে ৭০ টাকা ও দেশি আলু ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা সর্বকালের সকল রেকর্ড ভেঙেছে। পিয়াজ ১২০ টাকা, করলা ও ফুলকপি ১২০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, শশা ৬০ টাকা, লালশাক ও ডাটাশাক ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা দরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে।

 শায়েস্তাগঞ্জ পৌরসভার কয়েকটি বাজারে সরজমিন গিয়ে দেখা যায়, বাহারি সবজি দিয়ে সাজানো রয়েছে সবজির দোকানগুলো। দাউদনগর বাজারের সবজি বিক্রেতা আব্দুল কাদের বলেন, পাইকারি বাজারে পর্যাপ্ত পরিমাণ শাক-সবজি পাওয়া যাচ্ছে না। তাই যে দামে পাওয়া যাচ্ছে  সেটাই কিনতে এবং বিক্রি করতে হচ্ছে। বাজারে সবজির দাম বেশি, তবে আমদানি বেশি হলে দাম কমতে শুরু করবে। রিকশাচালক সোহেল মিয়া বলেন, সারাদিনে ৫শ’ থেকে ৭শ’ টাকা রোজগার করে বাজারে গেলে মাথা চক্কর দেয়। শাক-সবজি, মাছ, চাল, ডাল সবকিছুই বাড়তি দামে কিনতে হয়। টাকার অঙ্ক ঠিক রেখে বাজার করতে গেলে সঙ্গত কারণেই পণ্যের পরিমাণ কমাতে হয়। তাই শাক-সবজি কম খেয়ে জীবন ধারণ করতে হচ্ছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status