ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বিমান ১৪৫০০ ফুট ওপরে, পাইলট দেখলেন জানালায় কাঁচ নেই

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৬ পূর্বাহ্ন

mzamin

মাঝ আকাশে বিপত্তি। ফ্লোরিডাগামী একটি বিমান যুক্তরাজ্যের এসেক্স বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হলো, যখন পাইলট জানতে পারলেন বিমানের দুটি জানালায় কোনো কাঁচ নেই। 

দ্য ইন্ডিপেনডেন্ট রিপোর্ট করেছে, ফ্লাইটটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ১৪,৫০০ ফুট উপরে পৌঁছানোর পর একজন ক্রু সদস্যের চোখে ত্রুটিটি ধরা পড়ে। এয়ারবাস A321 ১১ জন ক্রু সদস্য এবং নয়জন যাত্রী সহ মোট ২০ জন ব্যক্তিকে বহন করছিল। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি সিনেমার জন্য ব্যবহার করার একদিন পর ঘটনাটি ঘটে। সিনেমার সেটা ব্যবহৃত উচ্চ-মাত্রার লাইট জানালার কাঁচের ক্ষতি করে বলে জানা গেছে। এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (AAIB) এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, হাই -ভোল্টেজ লাইটগুলি সূর্যোদয়ের পরিবেশ তৈরি করতে ইনস্টল করা হয়েছিল। তদন্ত সংস্থাটি  বলেছে, উড্ডয়নের জন্য প্রস্তুত হওয়ার আগে বিমানটির খুঁটিনাটি দেখে নেয়া উচিত ছিল কর্তৃপক্ষের। এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ তাদের রিপোর্টে যোগ করেছে যে জানালার প্যানগুলি "বিকৃত এবং সঙ্কুচিত '' ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, টাইটান এয়ারওয়েজের বিমানটি টিসিএস ওয়ার্ল্ড ট্রাভেল নামের একটি আমেরিকান বিলাসবহুল হলিডে কোম্পানি ব্যবহার করে। AAIB বলেছে, একজন ক্রু সদস্য প্রথম দেখেন যে একটি জানালার কাঁচ নড়বড় করছে। সেই সময়, বিমানটি ১৪,৫০০ ফুট উচ্চতায় ছিল। AAIB আরও বলেছে,  স্বাভাবিকভাবে সেইসময়ে বিমানের ভেতরে ভালো চাপ ছিল। পাইলট জরুরি অবতরণ না করলে বড় কোনো ক্ষতি হতে পারতো বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। বিশেষ করে যদি উচ্চ ডিফারেনশিয়াল চাপে জানালার কাঁচ ভাঙা থাকলে বিমানটি যাত্রীসমেত ভেঙে পড়তে পারতো।

সূত্র : খালিজ টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status