অনলাইন
মানবতাবিরোধী অপরাধ
শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ২:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৪ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে এ প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন দাখিলের পর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পাওয়া গেছে’।
তিনি বলেন, ‘আজ জুলাই-আগস্টের গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘এ প্রতিবেদন হাতে পাওয়ার পর সবকিছু দেখে বিবেচনা করে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুটি কারণ আজ জানানো হবে। বাকিগুলো পরে জানানো হবে। প্রথম অভিযোগ হলো, উসকানিমূলক। আর দ্বিতীয়টা, নির্দেশ। এ বিষয়ে তার বহু কল রেকর্ড আছে। যেখানে তিনি মার্ডারের নির্দেশ ও অঙ্গহানির নির্দেশ পর্যন্ত দিয়েছেন।’
পাশাপাশি সুনির্দিষ্ট তিনটি ঘটনাকেন্দ্রিক কিছু অভিযোগ এসেছে, যা পরে জানানো হবে বলে উল্লেখ করেন তাজুল ইসলাম।
পাঠকের মতামত
Sir, khuni Hasinar Bichar dekhe morte chai.