অনলাইন
হামলা-সংঘর্ষ: কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন রণক্ষেত্র
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৮ অক্টোবর ২০২৩, শনিবার, ২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০১ পূর্বাহ্ন

বিএনপি’র মহাসমাবেশস্থলের কাছাকাছি বিজয়নগর এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টার কাজী সুমন ও কিরণ শেখ জানান, পল্টন মোড়ের পর থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। পুলিশ পানির ট্যাঙ্কির আশপাশের গলিতে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। নাইটিঙ্গেল মোড়ের আশপাশেও ধোয়া উড়তে দেখা গেছে। সংঘর্ষের খবর আসায় বিএনপি’র সমাবেশস্থলেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। মঞ্চ থেকে নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হচ্ছে।

