বিশ্বজমিন
বাংলাদেশ-চীন সম্পর্ক বিষয়ক সেমিনারে অংশ নিতে মেজর জেনারেল শেখ পাশা হাবিবের বেইজিং সফর
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ৯:২৯ অপরাহ্ন

গত ২৭শে সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ‘ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ’ পরিদর্শন করেন ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের’ (বিআইআইএসএস) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন। সেখানে তিনি ‘বঙ্গোপসাগর অঞ্চলে বৈশ্বিক শক্তির পরিবর্তনশীল সময়ে চীন-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক একটি সেমিনারে যোগ দেন। দুটি আলাদা অধিবেশনের মধ্য দিয়ে বিষয়গুলো আলোচনা করা হয়। এগুলো হচ্ছে, ‘দ্য চেঞ্জিং গ্লোবাল পাওয়ার ইন দ্যা বে অব বেঙ্গল রিজিওন’ এবং ‘ দ্য বেল্ট এন্ড রোড কো-অপারেশন এন্ড দ্য প্রোস্পেক্ট অব চায়না-বাংলাদেশ রিলেশনস’।
অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ফারুক সোবহান। সেশনগুলোতে আলোচনা করেন রাষ্ট্রদূত হুমায়ুন কবির, রাষ্ট্রদূত তারিক করিম এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সিনিয়র রিসার্চ ডিরেক্টর ফয়েজ সোবহান। এতে সমাপনী বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান।