ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

১৭ লাখ অবৈধ আফগানকে দেশ ছাড়ার নির্দেশ দিলো পাকিস্তান

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ৬:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪৩ অপরাহ্ন

mzamin

অবৈধ আফগান শরণার্থীদের পাকিস্তান ছাড়তে সময় বেধে দিয়েছে পাক সরকার। দেশটির তত্ত্বাবধায়ক সরকার মঙ্গলবার ঘোষণা করেছে যে, বৈধ নথিপত্র ছাড়া পাকিস্তানে থাকা সবাইকে এই মাসের মধ্যেই আফগানিস্তানে ফিরে যেতে হবে। নইলে পাকিস্তানের নিরাপত্তাবাহিনীগুলো তাদের জোরপূর্বক প্রত্যাবাসন করবে। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় তিনি বলেন, আমরা তাদের ১লা নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছি। যদি তারা না যায়, তাহলে প্রাদেশিক বা ফেডারেল সরকারের সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। বুগতি আরও জানান যে, বর্তমানে প্রায় ১৭ লাখ আফগান নাগরিক পাকিস্তানে আইনগত অনুমতি ছাড়াই বাস করছে।

এসব শরণার্থীদের ব্যবহার করে ইসলামপন্থি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এই আফগান শরণার্থীরা এখন পাকিস্তানের জন্য নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠেছে। বুগতি বলেন, আফগানিস্তানের ভিতর থেকে আমাদের ওপর হামলা চালানো হয় এবং আফগান নাগরিকরা আমাদের ওপর হামলার সঙ্গে জড়িত এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আমাদের কাছে প্রমাণ আছে।

ইসলামাবাদের কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই বছর পাকিস্তানে ২৪টি আত্মঘাতী বোমা হামলার মধ্যে ১৪টিতেই আফগান নাগরিকরা জড়িত ছিল। গত সপ্তাহে পাকিস্তানের মসজিদে দুটি হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। বোমা হামলাকারীদের একজন আফগান নাগরিক বলে শনাক্ত করা হয়। 
এদিকে ইসলামাবাদে অবস্থিত আফগান দূতাবাস অভিযোগ করেছে যে, গত দুই সপ্তাহে পাকিস্তানি কর্তৃপক্ষ অন্তত এক হাজার আফগানকে আটক করেছে। আনুমানিক ৪৪ লাখ আফগান শরণার্থী পাকিস্তানে বাস করে। যার মধ্যে ছয় লাখই এসেছে ২০২১ সালের আগস্ট মাসের পর থেকে। কাবুলে মার্কিন-সমর্থিত সরকার তালেবানদের কাছে আত্মসমর্পণ করার পর শরণার্থীর ঢল নামে পাকিস্তানে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status