বিশ্বজমিন
ভেনিসে ব্যাটারি-চালিত বাস দুর্ঘটনায় নিহত ২১
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৮ অপরাহ্ন

ইতালির ভেনিসে বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। শহরটির একটি ফ্লাইওভার থেকে যাত্রীবাহী ওই বাসটি নিচে পড়ে যায়। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া নিহত হয়েছেন বাসটির ৪০ বছর বয়স্ক চালক আলবার্তো রিজোটো। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, বাসটি ফ্লাইওভারের নিরাপত্তা বেস্টনি ভেদ করে নিচে থাকা রেল লাইনের ওপরে পড়ে যায়। ফ্লাইওভার থেকে নিচে পড়ার সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। তবে ঠিক কেনো এভাবে বাসটি ওপর থেকে নিচে পড়ে গেলো তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। বাস অপারেটরের কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে বাসটি ছিল বিদ্যুৎ চালিত। ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন লেগে থাকতে পারে।
এদিকে জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয় নাগরিক এবং একজন জার্মান নাগরিক ছিলেন। সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি এ তথ্য নিশ্চিত করেন। অপরদিকে ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেন, এটি একটি বড় ধরনের ট্র্যাজেডি। তিনি সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, এটি এমন একটি ঘটনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি সতর্ক করে বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।