ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

লুকা মদরিচকে ভেড়াতে মায়ামি কর্তাদের অনুরোধ মেসির

স্পোর্টস ডেস্ক

(২ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। যোগ দিয়েছেন মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। মেসির পর যুক্তরাষ্ট্রের দলটিতে যান বার্সেলোনার আরো দুই সাবেক ফুটবলার সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবা। এবার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটির নজর রিয়াল মাদ্রিদের লুকা মদরিচের ওপর। ক্রীড়া গণমাধ্যম ‘স্পোর্টসমোল’ জানিয়েছে, ক্রোয়াট মিডফিল্ডারকে ভেড়াতে মায়ামি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন খোদ মেসি।
রিয়াল মাদ্রিদের সাবেক মন্টেনেগ্রিন ফুটবলার প্রেদ্রাগ মিয়াতোভিচের বরাত দিয়ে স্পোর্টসমোলের প্রতিবেদনে বলা হয়, লিওনেল মেসি নিজে ইন্টার মায়ামি কর্তৃপক্ষের সঙ্গে লুকা মদরিচের ব্যাপারে কথা বলেছেন।

আর্জেন্টাইন সুপারস্টার ক্রোয়াট মিডফিল্ডারকে যুক্তরাষ্ট্রের ফুটবলে ভেড়াতে আগ্রহী। গুঞ্জন সত্যি হলে, এল ক্লাসিকোর দুই শত্রু ডিআরভি পিএনকে স্টেডিয়ামের ড্রেসিংরুম শেয়ার করবেন। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন লুকা মদরিচ। ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন মেসি। অর্থাৎ, দীর্ঘ ৯ বছর স্প্যানিশ লা লিগায় বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন মেসি ও মদরিচ।
গত জুনেই লুকা মদরিচের সঙ্গে  চুক্তির মেয়াদ এক বছর বাড়ায় রিয়াল মাদ্রিদ। নতুন কন্ট্রাক্ট সাইন করলেও ৩৮ বছর বয়সী এই তারকার স্পেন ছাড়ার গুঞ্জন উঠেছে।

বিজ্ঞাপন
মদরিচের ইন্টার মায়ামিতে যোগ দেয়ার সম্ভাবনার কথা প্রথম জানিয়েছিল ‘ডুবরোভনিক টাইমস’। ক্রোয়াট গণমাধ্যমটির বরাত দিয়ে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, লুকা মদরিচকে ভেড়ানোর চেষ্টা করছেন ইন্টার মায়ামির কো-ওনার ডেভিড বেকহ্যাম। ডুবরোভনিক টাইমস জানিয়েছে, জুনে কন্ট্রাক্ট সাইন করলেও নতুন মৌসুমে রিয়ালের নিয়মিত একাদশে সুযোগ হচ্ছে না লুকা মদরিচের। আর সেকারণেই নাকি সান্তিয়াগো বার্নাব্যু ত্যাগ করতে চাইছেন তিনি। আগামী জানুয়ারিতে শুরু হবে নতুন ট্রান্সফার উইন্ডো। সে সময় ভালো প্রস্তাব পেলে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান মদরিচ। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় মেসি-বুসকেটসদের ইন্টার মায়ামি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ১১ বছরের পথ চলায় ৩৩৩ ম্যাচে ২৬টি গোল করেছেন এই ক্রোয়াট মিডফিল্ডার। রয়্যাল হোয়াইট জার্সি গায়ে ২৩টি মেজর শিরোপা জিতেছেন মদরিচ। এর মধ্যে রয়েছে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লীগ, তিনটি লা লিগা টাইটেল এবং দুটি কোপা দেল রে শিরোপা।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status