ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

৬টি সংগঠন নিয়ে যুব গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার

(১১ মাস আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ৭:৪৮ অপরাহ্ন

mzamin

ফ্যাসিবাদ বিদায় করো ও কর্মমুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চভুক্ত ৬টি যুব  সংগঠন নিয়ে ‘যুব গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই জোটের যুব সংগঠনগুলো হলো- জাতীয় যুব পরিষদ, নাগরিক যুব ঐক্য, বিপ্লবী যুব সংহতি, যুব ফেডারেশন, ভাসানী যুব পরিষদ এবং রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন।

সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়। জাতীয় যুব পরিষদের সভাপতি এসএম সামছুল আলম নিক্সনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন নাগরিক যুব ঐক্য’র সভাপতি শাম্য সাহ। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, যুব ফেডারেশন সভাপতি উৎসব মোসাদ্দেক, ভাসানী যুব পরিষদ সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন সভাপতি মাশকুর রাতুল। সংবাদ সম্মেলনে চলতি মাসে সরকারের পদত্যাগে বাধ্য ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দফা ঘোষণা করা হয়।

দফাগুলো হলো: অবিলম্বে লুটেরা, পাচারকারী, ভোট ডাকাত, ফ্যাসিবাদী মাফিয়া সরকারকে পদত্যাগ করতে হবে, সর্বসম্মতিক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় শিক্ষিত-নিরক্ষর বেকারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব নিরসন করতে হবে, পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে দেশের সকল উপজেলায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে হবে, মাদকমুক্ত যুব সমাজ গঠনে রাষ্ট্রের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষা বা সাক্ষাৎকার বাবদ কোনো প্রতিষ্ঠান টাকা গ্রহণ করতে পারবে না, জাতীয় বাজেটে যুবদের দক্ষতা উন্নয়নে, উদ্যোক্তা সহায়তা ঋণ, প্রবাসী ঋণসহ যুব সংশ্লিষ্ট খাত সমূহে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, উদ্যোক্তা বান্ধব দেশ নির্মাণের লক্ষ্যে উচ্চশিক্ষিত ও কারিগরি ক্ষেত্রে দক্ষ যুবকদের ব্যবসায়িক পরিকল্পনার প্রেক্ষিতে বিনা জামানতে ঋণসহায়তা প্রদান করতে হবে, শতভাগ বেকারত্ব নির্মূলের আগ পর্যন্ত সকল বেকার যুবকদের অন্তত ১০ হাজার টাকা ভাতা প্রদান করতে হবে এবং সংবিধানে কর্মসংস্থানের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং একই সাথে ব্যাংক লুট ও পাচারকৃত অর্থ ফেরত এনে সকল বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ করতে হবে।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status