রাজনীতি
নয়াপল্টনে কৃষক সমাবেশ চলছে
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, কৃষক জনতার ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে 'কৃষক সমাবেশ' শুরু হয়েছে। দুপুর আড়াইটায় জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে এ সমাবেশ শুরু হয়।
সরজমিনে দেখা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কৃষকদলের হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে আসেন। ঢাকাসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। অনেক নেতাকর্মী কৃষকের সাজেও সেজেছেন। তাদের মাথায় টুপি, হাতে কাস্তে, ধান এবং কৃষকের প্রতিচ্ছবি দেখা গেছে। এসময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে দেন।
এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।