ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

চট্টগ্রামের মাটিতেই শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজবে: মামুন হাসান

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৭:৫৪ অপরাহ্ন

mzamin

বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে আগামী ৫ই অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে যুবদল।  ফেনী শহরের ডিএম কমিউনিটি সেন্টারে ফেনী জেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম বীর চট্টলার মাটিতে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। ইতিহাসের স্রোতধারায় স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ঘণ্টা বীর চট্টলার মাটিতেই বাজবে, ইনশাআল্লাহ্।
যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন ও চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে যুবদলের সহ সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, বিশেষ অতিথি হিসেবে যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

পাঠকের মতামত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি / রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম বীর চট্টলার মাটিতে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে / সরকার তার নিজের বানোয়াট ছকে খালেদা জিয়াকে হিংসার বশবর্তী হয়ে আসামী করেছে। সেখানে খালেদা নির্দোষ, বরং উল্টো দোষী অবৈধ সরকার নিজে। ১/১১এর সময় করা সব মামলা বাতিল করে নয় বরং নিজের কপট বিচারে নির্দোষ। এরপর থেকে আজ অবধি অসংখ্য দুর্বৃত্তায়নের জমা ময়দানে আছে / স্বৈরাচার অবৈধ সরকারের পতনের ঘণ্টা বীর চট্টলার মাটিতেই বাজবে, ইনশাআল্লাহ্। এক যুগের উপর ওদের আক্রমণের তীব্রতা বেড়েছে, জনতারা পড়ে পড়ে মার খাচ্ছে, লড়ছে, মরছে।

Nazma Mustafa
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:২৩ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status