ভারত
বিশ্বকাপের ৩১ জনের দলে ৬ জন ভারতীয়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা আগেই হয়ে গেছে। তাহলে আবার বিশ্বকাপের ৩১ জনের দলে ৬ জন ভারতীয় থাকাটা অনেকটা সোনার পাথর বাটি মার্কা শোনাচ্ছে না? না, মোটেই সোনার পাথর বাটি মার্কা ঘটনা নয়। ভারতে বিশ্বকাপের টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা শনিবার বিশ্বকাপের জন্য তাদের ধারাভাষ্যকারদের ৩১ জনের টিম ঘোষণা করেছে। এতে আছেন ভারত থেকে ৬ জন। এরা হলেন- সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকার, আঞ্জুম চোপড়া, দীনেশ কার্তিক এবং হর্ষ ভোগলে। দীনেশ কার্তিকের ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয় ২০২১ সালে। তার হাস্যরসাত্মক ধারাভাষ্য দর্শকরা বেশ পছন্দ করেন। শ্রীলঙ্কায় এশিয়া কাপে তার আদিরসাত্মক কথাবার্তা অনেকে পছন্দ করেননি। দীনেশ নিজেও ক্ষমা চেয়ে নেন এই বিষয়ে। ভারতের ৬ জনের মধ্যে পাঁচজনই জাতীয় ক্রিকেটার।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]